শিক্ষা

ঠাকুরগাঁও একি বিদ্যালয়ে পরে ১০ জোড়া জমজ ছেলে মেয়ে

  admin2 ২২ মার্চ ২০২৩ , ৮:৫৩:৪১ 72

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার মুথরাপুর পাবলিক হাই স্কুল। সেখানে দুই-চার জমজ ভাই বোন নয় ভর্তি হয়েছে ১০ জোড়া জমজ অর্থাৎ ২০ জন জমজ ভাই বোন।

সাধারণত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দুই এক জোড়া জমজ ভাই বোন লেখাপড়া করে। আর এদেরকে নিয়ে সহপাঠি থাকেন আনন্দ উল্লাসে।
শিক্ষকেরাও অন্যদের চেয়ে তাঁদেরকে একটু বিশেষ নজরে দেখেন। কিন্তু এই জমজ ভাই বোনের সংখ্যা যদি প্রতিষ্ঠানে আরও বেশি হয় তাহলে সহপাঠিদের আনন্দ উল্লাহ কেমন হবে? অবশ্যই আরও বেশি।
তেমনি হয়েছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মুথরাপুর পাবলিক হাই স্কুলে। সেখানে দুই-চার জমজ ভাই বোন নয় ভর্তি হয়েছে ১০ জোড়া জমজ অর্থাৎ ২০ জন জমজ ভাই বোন।

আর এদেরকে নিয়ে সব সময়ে আনন্দ-উল্লাসে মেতে উঠছে সহপাঠিরা। ২০জন জমজ ভাই-বোনকে স্কুলে পেয়ে খুশি শিক্ষক-কর্মচারীরাও। তাঁরা তাদেরকে বিশেষ নজরে দেখছেন।

ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, দশম শ্রেণিতে পড়াশোনা করছে আবিদ-অমিত ও রাহুল রাহা-চঞ্চল রাহা, নবম শ্রেণিতে হাসি-খুশি ও তাহবি-তাসবি, অষ্টম শ্রেণিতে শুভ-সৌরভ, সপ্তম শ্রেণিতে পড়ে কার্তিক-গণেশ, হাবিব-হাফিজ ও সুমাইয়া-সাদিয়া, ষষ্ঠ শ্রেণিতে পড়ছে তাহসিন-তাসনিম ও সান-মুন।

সহপাঠি জাহিদুল হক বলে, আমরা জমজদেরকে স্কুলে পেয়ে অনেক খুশি। তাদেরকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করছি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন, জমজ শিক্ষার্থীরা অন্যদের চেয়ে নম্র ও ভদ্র হয়।

আমরা বিদ্যালয়ে এক সঙ্গে ২০জন জমজ শিক্ষার্থী পেয়ে অনেক খুশি। তারা লেখা পড়ায় খুবই মনোযোগী। আমরা তাদেরকে একটু বিশেষ নজর দিচ্ছি। যাতে সবাই মাধ্যমিকের গণ্ডি পার হয়ে উচ্চশিক্ষা অর্জন করে দেশের জন্য কাজ করতে পারেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদ বলেন, ‘আমাদের প্রতিটি ক্লাসে জমজ ভাই-বোন আছে।

তারা যাতে ভালো কিছু করে আমরা সব সময় তাদেরকে উৎসাহ দিয়ে আসছি।’ ওই শিক্ষক বলেন, ‘জমজ শিক্ষার্থীদের নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যেমন ধরেন তারা দুষ্টুমি করলে ধরা যায় না। একজন আরেক জনকে দেখি দেয়। চেহারা এক হওয়ায় ধরা যায় না কে দুষ্টুমি করলো।

মুথরাপুর পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন, ‘আসলেই আমরা ২০জন জমজ শিক্ষার্থী পেয়ে ভাগ্যবান। আমি সব সময় তাদের খোঁজ-খবর নেই।

আরও খবর:

Sponsered content