admin2 ২২ মার্চ ২০২৩ , ১১:২৭:৪৯ 48
কুষ্টিয়া প্রতিনিধি : বুধবার (২২শে মার্চ) সকালের দিকে কুষ্টিয়া কোর্ট ষ্টেশন রোডের বারো দরবার শরীফ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ রুপালী বেগম (৩৫) নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
আটকৃত রুপালী বেগম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি মাঠপাড়া এলাকার জমির মালিথার স্ত্রী।
জানা গেছে, আটকৃত মহিলা মাদক কারবারি রুপালী বেগম দৌলতপুর থেকে চারটি প্যাকেট কসটেপ দিয়ে মোড়ানো একটি ব্যাগে করে মোল্লাতেঘরিয়া যাওয়ার সময় পুলিশের পুলিশ তাকে আটক করে।
জানা গেছে, দৌলতপুর থেকে চারটি এক মহিলা মাদক কারবারি একটি ব্যাগে করে
গাজা নিয়ে মোল্লাতেঘরিয়ার দিকে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এস.আই সুফল সরকার নেতৃত্বে এস.আই সেলিম ও এস.আই জিন্নাহসহ সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তাকে হাতে নাতে আটক করে স্থানীয়দের সামনে তল্লাশী করে আড়াই কেজি করে চারটি প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় আটককৃত রুপালী বেগমের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ।
এ বিষয় কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর সাথে আর কেউ জড়িত আছে কি-না, জিজ্ঞাসাবাদের পর জানা যাবে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |