জাতীয়

দিনাজপুর চেম্বারের নব নির্বাচিত পরিষদের শপথ ও দায়িত্ব গ্রহণ

  admin2 ২৩ মার্চ ২০২৩ , ৩:৪৯:১১ 113

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৩-২০২৫ দ্বি-বার্ষিক (২৪ মাস) মেয়াদী পরিচালনা পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান। শপথ বাক্য পাঠ শেষে দিনাজপুর চেম্বারের নব নির্বাচিত সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম), সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী (পাপ্পু), সহ-সভাপতি মো. জর্জিস আনামসহ পরিচালকবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

২৩ মার্চ (বৃহস্পতিবার) দিনাজপুর চেম্বার ভবন মিলনায়তনে শপথ বাক্য পাঠ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চুসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকবৃন্দরা হলেন-মো. মোছাদ্দেক হুসেন, মো. আব্দুল্লাহ আল কাফি লিটন, মো. আখতারুজ্জামান জুয়েল, সুজা-উর-রব চৌধুরী, আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ (পিম), মানবেন্দ্র দাস (মনোজ), মো. শামীম কবির, মো. সানোয়ার হোসেন, মো. রুবেল ইসলাম, মো. মোস্তফা কামাল (মিলন), সহিদুর রহমান পাটোয়ারী মোহন, প্রতাপ কুমার সাহা (পানু) বাদশা ইমাম আরাফাত, রাহবার কবির পিয়াল, শাহ রেজাউর রহমান (হিরু), হারুন-উর-রশিদ ও মো. জাকারিয়া (জাকা)।

অনুষ্ঠানের শুরুতেই অতিরিক্ত জেলা প্রশাসক ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রশাসক মো. মেহেদী হাসান নব নির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরও খবর:

Sponsered content