admin2 ২৩ মার্চ ২০২৩ , ১১:০৫:২৩ 66
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর নামক স্থানে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত মেহেদি হাসান ঝিনাইদহ সদর উপজেলার
গাড়ামারা গ্রামের মো: রাফিউল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১:৩০ মি: ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার দুধসর আবাসন প্রকল্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূএে জানা যায়, দুপুরে মোটরসাইকেল যোগে সহকর্মীকে সাথে নিয়ে ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলো মেহেদি হাসান। এমতাবস্থায় যাএাপথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মেহেদি হাসান মারা যায় এবং আহত হয় তার সহকর্মী।
ঝিনাইদহ সদর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত একজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়
পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। নিহত মেহেদি হাসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |