অপরাধ

যশোরে-ডিবির সফল অভিযানে-১৬০বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২

  admin2 ২৪ মার্চ ২০২৩ , ১:১৩:০৪ 63

মোঃ ইমাদুল শেখ যশোর জেলা প্রতিনিধি

আজশুক্রবার (২৪মার্চ ২০২৩ খ্রিঃ)ডিবি যশোরের এস,আই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সের সহায়তায় চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া একই তারিখ সকাল ০৭:৪৫ ঘটিকায় চৌগাছা থানাধীন পুরাপাড়া টু আন্দুলিয়াগামী পুরাপাড়া সাকিনস্থ জনৈক শরিফুর রহমানের ৩য় তলা বাসার সামনে খালি জায়গার উপর হতে শীর্ষ মাদক ব্যবসায়ী

১। শহিদুল ইসলাম @ সাইদুল ইসলাম মুন্সি (৫১), পিতামৃত-ওমর আলী, (
২। আসাদুল ইসলাম (৪৮),পিতামৃত- বাছের আলী মন্ডল, উভয়সাং- পুরাপাড়া,থানা- মনিরামপুর, জেলা-যশোরকে ১৬০ (একশত ষাট)বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৪,৮০,০০০/= (চার লক্ষ আশি হাজার) টাকা।

উল্লেখ্য যে,আসামী শাহিদুল ইসলাম সাইদুল ইসলাম মুন্সির বিরুদ্ধে ইতোপূর্বে ২৫টা মাদক মামলা ও ০১টা খুন মামলা,০১টা বিস্ফোরক মামলাসহ মোট ২৭টা মামলা রয়েছে।

এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

আরও খবর:

Sponsered content