অপরাধ

স্কুল থেকে তুলে নিয়ে সেভেনে পড়া মেয়েকে বাল্যবিবাহ

  admin2 ২৫ মার্চ ২০২৩ , ২:১২:৪৯ 364

স্টাফ রিপোর্টার

খুলনা জেলা এর রুপসা উপজেলার ৫নং ঘাটঘোগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শিয়ালী গ্রামের ছোট হালদার এর ছেলে নিরব হালদার/ ডোবা গ্রামের ৬ নং ওয়ার্ডের কৃষক নরেন দাস এর মেয়ে স্বর্নালী দাস ১২ কে গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর স্কুল ছাত্রীকে স্কুল থেকে তুলে নিয়ে যায়।

গত বুধবার ২২শে মার্চ ২০২৩ এর সকাল ১১টার দিকে।

তবে পরবর্তীতে গত বৃহস্পতিবার ২৩ শে মার্চ ২৯২৩ এর সন্ধ্যায় খুলনা জেলা রুপসা থানার শিয়ালী পুলিশ ক্যাম্পের
এসআই (নি:)মো: হাবিবুর রহমান ও শিয়ালী +গোয়াড়া ৫নং ওয়ার্ডের মেম্বার মনি মালাকার ওরফে সুধাংশু মালাকার ছেলের পক্ষ থেকে মোটা অংকের টাকা খেয়ে মেয়ের পিতার কে ক্যাম্পে ডেকে নিয়ে বিভিন্ন ভয় দেখিয়ে ক্লাস সেভেনে পড়া মেয়ে বয়স ১২কে ১৬ বছরের ছেলের সঙ্গে বিবাহ দেয়া হয়েছে।

এ ব্যাপারে মেয়ের পিতা কোন সহযোগিতা প্রশাসন থেকে পায়নি। তবে বাল্য বিবাহ নিয়ে এলাকায় খুব তোলপাড় চলছে।

মেম্বার মনি মালাকার এর কাছে এলাকাবাসী অসহায়।সে টাকা ছাড়া কিছুই বোঝে না।

আরও খবর:

Sponsered content