admin2 ২৫ মার্চ ২০২৩ , ২:২৮:৪৩ 106
মোল্লা জাহাঙ্গীর আলম _খুলনা //
খুলনা জেলার খুলনা শিরোমনি এলাকায় প্রকাশ্যে সাবেক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ২৪ মার্চ ২০২৩ এর দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নগরীর শিরোমনি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে।
নিহত শেখ আনসার আলী (৫৫) খুলনা জেলার দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।
একই সঙ্গে তিনি দিঘলিয়া বারাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির গাজী হত্যা মামলার আসামি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
তিনি জানান, দিঘলিয়া উপজেলায় বাড়ি হলেও খুলনা মহানগরীর শিরোমনি এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন নিহত আনসার।
তিনি গত শুক্রবার ২৪শে মার্চ মসজিদে জুমার নামাজ শেষে বাসার দিকে ফিরতেছিলেন আনসার।
পথে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।
তার শরীরে পরপর তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত আনসার আলী কিছুদিন আগে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে উপ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |