জাতীয়

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদে ৩টি প্যানেল থেকে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  admin2 ২৮ মার্চ ২০২৩ , ১:৪২:২৮ 140

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি //

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (বাংলা ১৪২৯ সন) ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেল থেকে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

প্যানেল ৩টি হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল মনোনীত এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত হামিদুল ইসলাম-আতাউর রহমান আতা প্যানেল, সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনিত মোঃ তৌহিদুল হক সরকার-আবু নঈম মোঃ হাবিবুল্লাহ প্যানেল
এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনিত ও আইনজীবী ঐক্যজোট সমর্থিত প্যানেল।

মঙ্গলবার (২৮, মার্চ-২০২৩) দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান মোঃ আনোয়ার কামালের নিকট প্রার্থীরা নিজ নিজ প্যানেলের পক্ষে তাদের মনোনয়নপত্র জমা দেন।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী প্যানেল মনোনীত এবং সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত হামিদুল ইসলাম-আতাউর রহমান আতা প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ হামিদুল ইসলাম, সহ-সভাপতি ইকবাল রায়হান সোহেল, দিজেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান আতা, সহ-সাধারণ সম্পাদক হুসনা উল-আসমা, ফিরোজ আহমেদ, কোষাধ্যক্ষ মোঃ মজনু সরদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আয়েশা সিদ্দিকা রুমি, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন-২, পাঠাগার সম্পাদক মোঃ মাসুদ রানা-২, সদস্য মোঃ আরিফ ইকবাল হাশমী, মোছাঃ রুনা লায়লা, মোঃ ফায়সাল ইবনে হাবিব, মোছাঃ মিনারা ইসলাম ও মোঃ আমিনুল ইসলাম আমিন।
সম্মিলিত আইনজীবী পরিষদ মনোনীত তহিদুল-হাবিবুল্লাহ প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ তহিদুল হক সরকার, সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক-২, মোঃ মেহবুব হাসান চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক আবু নঈম মোঃ হাবিবুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক রিচার্ড মুর্ম্মু, মোঃ শাহরিয়ার কবির কিংশুক, কোষাধ্যক্ষ মোঃ মাসুদ রানা-২, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কোহিনুর পারভীন চিস্তি, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ তোজাম্মেল হক লিটন, পাঠাগার সম্পাদক আহাম্মদ মন্ডল, সদস্য রেখা মনি, শুভ বিশ্বাস, নাজনীন আরা ইয়াসমিন, সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ্বাস ও জয়ন্ত কুমার রায় জুয়েল।

অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও আইনজীবী ঐক্যজোট সমর্থিত এমাম-খয়রাত প্যানেলের প্রার্থীরা হলেন-সভাপতি পদে মোঃ এমাম আলী, সহ-সভাপতি আবু-রুশদ হাবীব, কবির বিন গোলাম চার্লি, সাধারণ সম্পাদক মোঃ খয়রাত আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আলী চৌধুরী, মোঃ রেজাউল হক-১, কোষাধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান চৌধুরী ডায়মন্ড, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মিজানুর রহমান-২, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক মোঃ মাইনুল আলম, পাঠাগার সম্পাদক দিলারা ইয়াসমিন ইতি, সদস্য মোঃ তোফাজ্জল হোসেন মন্ডল, এস এম জি মোস্তাকিম, মোঃ সাদেকুজ্জামান সাগর, মোছাঃ বিথীকা সরকার ও মোঃ তোজাম্মেল হক বকুল।
উল্লেখ্য, আগামী ৮ এপ্রিল দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সর্বমোট ৫৩৪ জন আইনজীবী ভোটার ভোট প্রদান করবেন।
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এ্যাডভোকেট মোঃ আনোয়ার কামাল। আর নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এ্যাডভোকেট শ্রী সুভাষ চন্দ্র রায় ও এ্যাডভোকেট মোঃ আনারুল ইসলাম।

আরও খবর:

Sponsered content