admin2 ২৯ মার্চ ২০২৩ , ৩:৩৫:০৯ 76
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা //
আসামী মোঃ সিরাজুল ইসলাম@সিরাজ সাতক্ষীরা জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গত ২০১৩ সালের জানুয়ারি মাসে আসামী সিরাজকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ র্যাব-৮, বরিশাল গ্রেফতার করে এবং আসামীর নামে বিএমপি বরিশালের এয়ারপোর্ট থানায় একটি মাদক মামলা রুজু হয়।
মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী সিরাজকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০,০০০/-টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
আসামী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।
তবে আজ বুধবার ২৯ শে মার্চ ২০২৩ খুলনার র্যাব-৬, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি মোঃ সিরাজুল ইসলাম-সিরাজ কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |