অপরাধ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানে মাদক ও গ্রেফতারি পরোয়ানা সহ গ্রেফতার ৩

  admin2 ৩০ মার্চ ২০২৩ , ৮:৪৭:১৮ 59

লায়ন রাকেশ কুমার ঘোষ
(স্টাফ রিপোর্টার)

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এস.আই(নিরস্ত্র) মোঃ শাহ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯/০৩/২০২৩ইং দুপুর ২টা.৫৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ধরখার ইউপিস্থ হাশিমপুর টানমান্দাইল ব্রিজের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য (চব্বিশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ মোঃ কালু মিয়া(৫২)কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, পিতা-মৃত জালাল আহাম্মদ, সাং-বাগানবাড়ী চন্দন শাহ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।

অপর অভিযানে এ.এস.আই(নিরস্ত্র) ফিরোজ আহম্মেদ সঙ্গীয় অফিসার সঙ্গীয় এস.আই(নিরস্ত্র) মোঃ মহিন উদ্দিন, এস.আই(নিরস্ত্র) নুপুর কুমার দাস, এস.আই(নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান ও ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯/০৩/২০২৩ তারিখ, বিকাল ৫টা.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ, দূর্গাপুর(চন্ডিমোড়া) এলাকায় অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১ জন আসামী পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামীর ফেলে যাওয়া মাদকদ্রব্য (দশ) কেজি গাঁজা ঘটনাস্থল হইতে উদ্ধার করা হয়। উক্ত পলাতক আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।

অন্য অভিযানকালে এএস.আই(নিরস্ত্র) উৎপল দেওয়ান ও এএসআই (নিরস্ত্র) রনি বড়ুয়া সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৯/০৩/২০২৩ তারিখ আখাউড়া থানাধীন পৌরসভাস্থ এলাকা হইতে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০৩ বছর সশ্রম কারাদন্ড সাজা প্রাপ্ত আসামী মোঃ বশির কে গ্রেফতার করা হয়েছে, পিতা-মৃত আনোয়ার হোসেন, সাং-রাধানগর (বেলতলী পাড়া মুন্সী বাড়ী), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম জানান,
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে অদ্যই বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।

আরও খবর:

Sponsered content