admin2 ৩১ মার্চ ২০২৩ , ৩:৫২:৫৯ 98
মনোয়ার হোসেন ঃ
কথায় আছে, “যে রাধে, সে চুল বাঁধে “। তেমনই একজন নারী উদ্যোক্তা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি বাজার এলাকার আঁখি নাজনীন রিপা। স্বামী – সংসারের পাশাপাশি তিনি গড়ে তুলেছেন ” কণিকা কুটির ” নামের একটি সংগঠন ও প্রতিষ্ঠান। সেখানে তিনি হস্তশিল্প ও সূচিকর্ম নিয়ে কাজ করেন। মাত্র ১০ জন অসহায়, দরিদ্র ও স্বামী বঞ্চিত নারী ও মেয়ে নিয়ে ২০১৮ সালে তিনি একাজ শুরু করেছিলেন। বর্তমানে তাঁর কাজে কর্মীর সংখ্যা প্রায় ৮৫০ জন।
ইতিমধ্যে রিপা নিজের ও অন্যের কর্মসংস্থান করে ব্যাপক সাড়া ফেলেছেন। উপজেলায় তিনি নিজেকে একজন সফল সংগ্রামী নারী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি উপজেলা প্রশাসন আয়োজনে উদ্যোক্তা মেলায় নিজের উৎপাদিত পণ্যে প্রথম পুরস্কার অর্জন করেছে।
আর তাঁর একাজে সার্বিক সহযোগীতা করে চলেছেন একজন মহসিনী নারী কণিকা রাণী বিশ্বাস। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তাঁর কণিকা কুটির প্রতিষ্ঠানটি সম্প্রতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
জানা গেছে, আঁখি নাজনীন রিপা অনলাইন থেকে অফলাইন বেশি করে। মাত্র ১০ জন মেয়ে নিয়ে ২০১৮ সালে আড়ং কাজ দিয়ে আস্তে আস্তে এযাত্রা শুরু করেছিলেন। এরপর আরও কিছু দারিদ্র্য বেকার নারীকে তিনি উদ্বুদ্ধ করে সেলাই শিখতে। বিনা পারিশ্রমিক এ কাজ করেছেনন তিনি ২ বছর। খুব হতাশা নিয়ে যখন ছেড়েই দিবে সব কিছু, তখন এক জন মানুষ তাকে ভরসা করে,নতুন করে শুরু করতে শেখায়,যার জন্য আজ কণিকা কুটির নিজের অর্থায়নে সেলাইয়ের উপকরন কিনে মেয়েদের বিনা মূল্য সেলাই শিখিয়ে তাদের কর্ম সংস্থানের সুযোগ করে দিয়েছে। এখন তার প্রায় ৮৫০ এর বেশি কর্মী রয়েছেন।
আরো জানা গেছে, রিপার নিজের পণ্য গুলোর মধ্যে আছে,ওয়ান পিচ,টু পিচ,থ্রি পিচ,পাঞ্জাবি, বেডশীট, নকশিকাঁথা, বেবি ড্রেস, বেবি কাঁথা, শাল,মাপলার,,কুশিকাটার আইটেম ইত্যাদি। তাঁর শ্লোগান তিনি চাকুরি করবেন না, অন্যকে চাকুরি দিবেন।
এবিষয়ে আঁখি নাজনীন রিপা বলেন, শুরুটা সহজ ছিলোনা। অনেক ত্যাগ ও সংগ্রাম করে তিনি একজন সফল নারী উদ্যোক্তা হয়েছেন। বর্তমানে তাঁর একাজে সহযোগীতা করছেন প্রায় ৮৫০ জন নানা বয়সী নারী। তিনি নিজের ও অন্যের কর্মসংস্থান করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। তিনি বলেন, আর্থিক সংকটের কারনে বেশী অর্ডার নিতে পারেন না। সহজ শর্তে সরকারি ঋণ পেলে তিনি আরও মানুষের কর্ম সংস্থান বাড়াতে পারবেন।
ইউএনও বিতান কুমার মন্ডল বলেন, রিপা একজন সফল নারী উদ্যোক্তা। তিনি ও ডিসি স্যার তাঁর প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। উদ্যোক্তাদের সকল সুবিধা অসুবিধা নিয়ে কাজ করছে প্রশাসন
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |