আন্তর্জাতিক

৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন

  admin2 ৩ এপ্রিল ২০২৩ , ৮:০২:৩২ 113

৫ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা

খুলনা, গাজীপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন অনুষ্ঠিত হবে। এছাড়া খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরো বলেন, ইসির কাছে যে ইভিএম আছে তার অধিকাংশ খারাপ। এর জন্য অর্থ মন্ত্রণালয়ে অর্থ চাওয়া হয়। কিন্তু টাকা না পাওয়ায় ইভিএম মেরামত করতে পারছে না।

এমতাবস্থায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট নেবার সিদ্ধান্ত হয়েছে।

আরও খবর:

Sponsered content