অপরাধ

কুষ্টিয়ায় বটি দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  admin2 ৬ এপ্রিল ২০২৩ , ১:০৫:৫৫ 91

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বটি দিয়ে শিউলী (৩০) নামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে আটক করেছে পুলিশ।

আজ দুপুরের দিকে শহরস্থ মকছেস সাহী লেন হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানায় সকালের দিকে নিহত শিউলীর সাথে স্বামীর পারিবারিক কলহের জের ধরে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে ঘরে থাকা তরকারী কাটা বটি দিয়ে তার স্ত্রী শিউলীকে এলোপাথারী কুপিয়ে জখম করে এবং অতিরিক্ত রক্ত ক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তার স্ত্রী শিউলী মারা যায়।

পরে স্থানীয় টের পেয়ে মন্টু মন্ডলকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে শিউলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন শিউলীকে হত্যার অভিযোগে স্বামী মন্টুকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে বলে তিনি জানান।

আরও খবর:

Sponsered content