admin2 ৬ এপ্রিল ২০২৩ , ১:২২:৫১ 75
ভেড়ামারার পরানখালী আনার মোড় দফাদার পাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
চুরি, ছিনতাই, মারামারি এবং ডাকাতি দিন দিন এ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে জনসন্মক্ষে ।
আজ রাত আনুমানিক রাত ২:০০টার সময় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের অন্তর্গত পরানখালী আনার মোড় দফাদার পাড়ার শাজাহানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
যে ঘটনায় পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি নারী, শিশু, বৃদ্ধসহ পরিবারের কোন সদস্যই । বাড়িতে থাকা নগদ অর্থ, স্বর্ন অলংকার দামি দামি জিনিসসহ সর্বমোট আনুমানিক চার থেকে পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে গেছে ডাকাতরা।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা – দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল ও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ তাদের সঙ্গীয়ফোরস । ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারকে বলেন বিষয়টি আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ করা হবে।
বর্তমানে ঐ এলাকার জনসাধারণ আতংকে রয়েছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |