admin2 ৬ এপ্রিল ২০২৩ , ৪:০৬:০০ 90
কুষ্টিয়া প্রতিনিধি :
মিরপুরে যাত্রীবাহী বাসে বিজিবি’র অভিযানে ১ কেজি ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি
বৃহস্পতিবার (৬ এপ্রিল, ২০২৩-ইং) দুপুরের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলাধীন মিরপুর-দৌলতপুর সড়কের গোবিন্দপুর এলাকা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী একটি বাস থেকে ০১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ বিষয়ে ৪৭, বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুপুরের দিকে দৌলতপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সাদিয়া এন্টারপ্রাইজ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়েছে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সদস্যরা।
এ সময় যাত্রীবাহী বাস থেকে তল্লাশি করে ১ কেজি ৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য ২১ লক্ষ ৬০ হাজার টাকা। পরবর্তিতে জব্দকৃত হেরোইন সদর দপ্তরের জমা করা হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |