admin2 ৮ এপ্রিল ২০২৩ , ৮:৫৭:১৩ 83
দেশ সংবাদ।।
বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট চলছে। শুক্রবার (৭ এপ্রিল) সকাল থেকে ফরিদপুর-খুলনা রুটে এ ধর্মঘট শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় পরিবহন নেতাদের বৈঠক শেষে এ দুই রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়। হঠাৎ ধর্মঘট হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে চলাচলকারী যাত্রীরা।
পরিবহন শ্রমিকদের অভিযোগ, ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসা হয়। কিন্তু গত বুধবার বাস শ্রমিকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে শ্রমিক ইউনিয়নের লোকজন।
এর প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়। মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |