admin2 ১৩ এপ্রিল ২০২৩ , ৫:০১:৩৫ 62
হৃদয় রায়হান।।
কুষ্টিয়া শত বিঘার ধান পানির অভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা
পুড়তে পারে কৃষকের কপাল,কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন
কুষ্টিয়া লাহিনি থেকে বাধবাজার এর মাঝামাঝি জিকে ক্যানালের পানি নিয়ন্ত্রণ গেট আছে। এই গেট বন্ধ করে রেখেছে জিকে কতৃপক্ষ।অথচ পানির অভাবে, শালঘরমধুয়া, দুর্বাচারা, শ্যামপুর,করিমপুর, বারুইপাড়া, রনজিতপুর, পদ্মনগর এ সব এলাকার মাঠে ধানক্ষেত নষ্ট হতে চলেছে।
পানির অভাবে কৃষকের সোনার ধান মাটিতে নুয়ে পরেছে।কথায় আছে, কৃষক বাঁচলে বাঁচবে দেশ।এই বাংলার সোনার কৃষকদের বাচাতে হলে,তাদের পানির প্রয়োজন। তাই অত্র গ্রামের খেটে খাওয়া কৃষক ভাইয়েরা জিকে কতৃপক্ষ মহোদয় কে দৃষ্টি আকর্ষণ করছে, আপনি তাদের অতি তাড়াতাড়ি পানির ব্যাবস্থা করে দিবেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |