admin2 ২৬ নভেম্বর ২০২১ , ১১:৪৭:৪৮ 519
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের এক বৃদ্ধা ধান মাড়াই যন্ত্রে জড়িয়ে মৃত্যুবরণ করেছেন।
জানা যায়, শুক্রবার সকালের দিকে গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ মাগুরা গ্রামের হেবাজ উদ্দিনের স্ত্রী মজিরন (৫২) উঠানে স্যালোইঞ্জিন চালিত ধান মাড়াই যন্ত্রের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় মাড়াই যন্ত্রে শাড়ী পেচিয়ে গেলে গুরুত্বর আহত হন।
আহত মজিরনকে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিরনকে মৃত ঘোষণা করেন।