অপরাধ

মিরপুর মেহগনি গাছের ডাল ভাঙা কেন্দ্র করে প্রতিবেশীর হামলা আহত তিন

  admin2 ২৫ মে ২০২৩ , ৩:৪৩:৫৪ 33

দেশ সংবাদ

মিরপুরে ঝড়ে গাছের ভাঙা ডাল সরানোকে কেন্দ্র করে প্রতিবেশীর প্রতি-প্রতিবেশীর হামলার অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় থানায় এজাহার দায়ের।

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর থানার ধুবইল ইউনিয়নের লক্ষ্মীধরদিয়া গ্রামে প্রতিবেশীর উপর পরিকল্পিত ভাবে হামলার অভিযোগ উঠেছে।উক্ত ঘটনায় তিনজন আহত হয়েছে এবং মিরপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, লক্ষীধরদিয়া গ্রামের সাদেক আলী মন্ডলের সাথে মৃত জানু শেখের ছেলে নয়ন আলী ও চান আলী পূর্ব থেকে শত্রুতা চলছিল।

তারা একে অপরের প্রতিবেশী। ঠিক পরিকল্পনা মাফিক এজাহার সূত্রের আসামী নয়ন আলী ও চান আলি তার বাড়ির মেহগনি গাছের ডাল কেটে গাছের সঙ্গেই রেখে দেয়। সেই ডাল কালবৈশাখী ঝড়ে সাদেক আলীর বাড়িতে গিয়ে টিনের ওপর ও ইজিবাইক এর উপর পড়ে ৬০ হাজার টাকার মতো ক্ষতি হয়। সাদেক আলী সেই ডাল আসামিগণকে সরাতে বললে এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।পরে পরিকল্পিতভাবে আসামিগণ সাদিক আলীর ও তার পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করে। এতে সাদেক আলি সহ তার স্ত্রী এবং পুত্রবধূ আহত হয়।

সাদিক আলীর একটি হাড় ভেঙে গেছে বলে জানা যায়। তারা মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা গ্রহণ করছেন বলেও এজাহার সূত্রে জানা যায়। ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যগণ উক্ত ঘটনার পর থেকে আতঙ্কে বসবাস করছেন বলে জানা যায়।

এ ব্যাপারে মিরপুর থানার সেকেন্ড অফিসার এসআই দীপন বলেন, মিরপুর থানায় একটি এজাহার দায়ের হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর:

Sponsered content