admin2 ২৮ নভেম্বর ২০২১ , ৩:৪৫:৩০ 516
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন নির্বাচনে ১৪টি আসনের মধ্যে,
৪ টি আসন পেয়েছে নৌকা।
এবং ১০ টি আসন পেয়েছে স্বতন্র প্রার্থীরা।
তারা হলেন
১. প্রাগপুর- আশরাফুল উজ জামান মুকুল সরকার—-নৌকা
২. আদাবাড়ীয়া- আব্দুল বাকি —————-আনারস
৩. হোগলবাড়ীয়া- সেলিম চৌধুরী —————-নৌকা
৪. চিলমারী-ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ——-মোটরসাইকেল সাইকেল
৫. রিফায়েতপুর-আব্দুর রশিদ বাবলু ——- মোটরসাইকেল
৬. খলিসাকুন্ডি- জুলমত হোসেন —————- স্বতন্ত্র
৭. পিয়ারপুর- সোহেল রানা বুলবুল —————চশমা
৮. ফিলিপ নগর- নঈম উদ্দিন সেন্টু ————-–চশমা
৯. রামকৃষ্ণপুর- সিরাজ মন্ডল —————– নৌকা
১০. মরিচা- জাহিদুল ইসলাম – —————–স্বতন্ত্র
১১. দৌলতপুর – মহিউদ্দিন বিশ্বাস————— নৌকা
১২. বোয়ালিয়া- খোয়াজ হোসেন, —————-চশমা
১৩. আড়িয়া- হেলাল উদ্দিন, ——————-স্বতন্ত্র
১৪. মথুরাপুর- মুয়াআনারুল কবির মিন্টু,———আনারস।