সকল সংবাদ

মাএ ৭০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন বিআরবি চেয়ারম্যান মজিবর রহমান

  admin2 ২ ডিসেম্বর ২০২১ , ১২:৩৬:২২ 473

প্রথম যেদিন ঢাকা যায় সেদিন পকেটে মাত্র ৭০০ টাকা ছিল। ব্যবসা শুরু করেছিলাম সেদিন ব্যাংক থেকে মাত্র ৫ হাজার টাকা পেয়েছিলাম। একটা সিগারেট তিনবার খেয়েছি। শিশু ছেলেদের মুখে দুধ দিতে পারিনি।

আজ ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকা দিতে অনুমোদন হয়েছে। আমি নিই নাই। আমার টাকার দরকার নাই। সততা নিয়ে কাজ করলে পরিশ্রম করলে সফলতা আসবেই…
নিজের হেলিকপ্টারে চড়ে উপর থেকে কুষ্টিয়ার দিকে তাকালে বুকটা ভরে যায়। কুষ্টিয়াকে ঢাকার মতো লাগে। কুষ্টিয়ায় থেকে কুষ্টিয়ায় আরও উন্নত করতে চাই।

আজ আমি রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার বৃহত শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছি সেটা কুষ্টিয়াবাসীর জন্য। আমি কৃতজ্ঞ…

-মোঃ মজিবর রহমান
চেয়ারম্যান
বিআরবি গ্রুপ,কুষ্টিয়া

আরও খবর:

Sponsered content