admin2 ২ ডিসেম্বর ২০২১ , ১২:৩১:১৮ 179
কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে আব্দুল আজিজ (৬৫) নামের এক মেম্বর পদপ্রার্থী মারা গেছেন। বুধবার (১ ডিসেম্বর) সকালে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
মৃত আব্দুল আজিজ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যদুবয়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আব্দুল আজিজ বুধবার সকালে বাড়ির বাইরে যান। এরপর ৭টার দিকে বাড়ি ফিরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এরপর স্বজনেরা হাসপাতালে নেওয়ার সময় নিজ বাড়িতেই তিনি অচেতন হয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
এ খবর নিশ্চিত করে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ও আসন্ন নির্বাচনে যদুবয়রা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ‘যদুবয়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট তিনজন মেম্বর প্রার্থী ছিলেন। সকালে আব্দুল আজিজ নামের একজনের মৃত্যু হয়েছে।’
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |