সকল সংবাদ

কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ কেজি গাজা সহ এক মহিলা আসামি গ্রেপ্তার

  admin2 ৭ ডিসেম্বর ২০২১ , ২:১০:৩৩ 449

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রাম থেকে লিমা বেগম ( ৪২) নামক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছেন।

এলাকা সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার সকাল দশটার সময় ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে আব্দুল হালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় “ক” সার্কেল কুষ্টিয়া এর উপ-পরিদর্শক বেলাল হোসেনের এর নেতৃত্বে ৬ কেজি গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী লিমা বেগম (৪২) নামক এক আসামীকে গ্রেপ্তার করে।

অপর আসামি লিমা বেগমের স্বামী আব্দুল হালিম(৪৯) পরিস্থিতি দেখে পালিয়ে যায় ।আটককৃত গাঁজা ব্যবসায়ী লিমা বেগমও স্বামী আব্দুল হালিমের নামে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ৩৬(১) ২৯(ক) ও ৪১ ধারায় অনুযায়ি ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। মামলা নং -৬ তারিখ: ৭/১২/২১ একটি নিয়মিত রুজু করা হয়।

আরও খবর:

Sponsered content