admin2 ৮ ডিসেম্বর ২০২১ , ৩:০৩:১৩ 152
কুমারখালী প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরসাদিপুর ইউনিয়নে অভিযান চালানো হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আদালত ৬টি ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা করেন। পরে ৫টি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের ইনফোর্স ম্যান শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক আতাউর রহমান, সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, কর্মকর্তা-কর্মচারীরা এবং র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান বলেন, ‘ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী ২০১৮) অনুযায়ী ৬ ভাটা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। এ সময় ওই ৬টি ইটভাটার মধ্যে ৫টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |