admin2 ৯ ডিসেম্বর ২০২১ , ৭:৩৭:২৬ 490
হৃদয় রায়হান//
বেগম রোকেয়া পদক ২০২১ প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন কুষ্টিয়ার কৃতি সন্তান গবেষক ড. সারিয়া সুলতানা।
পল্লী উন্নয়নে অবদান রাখায় তাকে মনোনীত করা হয়।
আজ ৯ ডিসেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান এবং বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার নিকট থেকে এ সম্মাননা পদক গ্রহণ করবেন।
সম্মাননা স্বরূপ চার লাখ টাকার চেক, রেপ্লিকাসহ একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণ পদক ও সম্মাননাপত্র প্রদান করা হবে।