admin2 ১১ ডিসেম্বর ২০২১ , ১২:১১:১২ 547
আজ ১১ই ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর কবল থেকে কুষ্টিয়া জেলা মুক্ত হয়।
দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসক মহোদয়ের সহিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া।
এসময় মুক্তিযোদ্ধাদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন এবং মুক্তিযুদ্ধে শহিদ প্রত্যেক সদস্যদের জন্য দোয়া করা হয়। আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া সদর সার্কেল, কুষ্টিয়া, জনাব মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, ডিআইও-০১, কুষ্টিয়া, জনাব মোঃ শহীদুজ্জামান (আরওআই), রির্জাভ অফিস, কুষ্টিয়া, আরআই কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স