সকল সংবাদ

কুষ্টিয়ায় ট্রাক ও করিমন এক্সিডেন্ট, আহত ড্রাইভার সদর হাসপাতালে ভর্তি

  admin2 ১১ ডিসেম্বর ২০২১ , ১২:২৫:৩২ 546

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া আলামপুর বালিয়াপাড়া হাইওয়ে রাস্তার মাঝামাঝি.ট্রাক ও করিমনের পিছে থেকে ধাক্কায় গুরুতর আহত করিমন ড্রাইভার।

কুষ্টিয়া আলামপুর বালিয়াপাড়া হাইওয়ে রাস্তার মাঝামাঝি.ট্রাক ও করিমনের পিছে থেকে ধাক্কায় গুরুতর আহত হয় করিমন ড্রাইভার।করিমন ড্রাইভারকে উদ্ধার করে সাথে,সাথেই কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান, ইবি থানার ঝাউদিয়া ক্যাম্প ইনচার্জ কাজী মেহেদী হাসান।

তিনি মুঠোফোনে জানান করিমন ড্রাইভারের অবস্থা অসংখ্য জনক।এইদিকে আনুমানিক ১ঃ৩০ মিনিটে এই দূর্ঘটনা ঘটে। প্রাই ৩০ মিনিট পরে হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে আসে,এবং ট্রাক জব্দ করেন,পালিয়ে যায় ট্রাক ড্রাইভার ও হেল্পবার।
তবে এখন পর্যন্ত আহত করিমন ড্রাইভারের নাম ঠিকানা কোন কিছু জানা সম্ভাব হয়নি।

তবে দুঃখের বিষয় এই যে কুষ্টিয়া থেকে বিত্তিপাড়া পর্যন্ত ৩ দিনে তিনটি স্থানে বড় ধরনের সড়ক দূর্ঘটনা ঘটেছে।তবে পথচারী বলছে রাস্তা হিসেবে গাড়ির গতি অতিরিক্ত, তাই এমন দূর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত।
গাড়ির গতি কমানো না গেলে প্রতিনিয়ত এমন দূর্ঘটনা ঘটবে।

আরও খবর:

Sponsered content