সকল সংবাদ

ভেড়ামারা থানা পুলিশের অভিযানে মাদক বিক্রেতা আটক

  admin2 ২১ ডিসেম্বর ২০২১ , ৫:২৩:৫০ 479

দেশ সংবাদ২৪.কম//

ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযানে
মাদক বিক্রেতাসহ ১৮ বোতল ফেন্সিডিল, ১০০ গ্রাম গাঁজা, ৫০৩০০ মাদক বিক্রয় লব্ধ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত হলেন,
মোঃ জাহাঙ্গীর (৪০), পিতাঃ মৃত আলিমুদ্দিন, সাং-চর ভেড়ামারা, থানাঃ ভেড়ামারা, জেলাঃ কুষ্টিয়া। থানার এসআই পার্থ শেখর ঘোষ জানান, আজ বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির উঠান হতে তাকে আটক করা হয়। তার
মাদক আইনে মামলা হয়েছে। মামলা নং ১৭।

আরও খবর:

Sponsered content