সকল সংবাদ

কুষ্টিয়ায় ইকোপার্কের ভেতরে পাওয়া গেল মরদেহ

  admin2 ২২ ডিসেম্বর ২০২১ , ১২:১৭:২৩ 460

প্রেমের টানে বলি হলেন যুবক: ইকোপার্কের ভেতরে পাওয়া গেল মরদেহ

কুষ্টিয়া শহরের মিলপাড়ার গড়াই নদীর ধারে নির্মাণাধীন ইকোপার্ক থেকে সবুজ মণ্ডল (১৯) নামে নিহত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (২২ ডিসেম্বর) সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের বাবা জানান, সবুজ স্থানীয় একটি তিলের খাজা কারখানায় কাজ করে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে কারখানায় কাজে যাওয়ার পরে সে আর ফিরে আসেনি।

পরে রাত একটার দিকে কারখানা থেকে অজ্ঞাতনামা একজন সবুজকে ডেকে নিয়ে যায়।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির উল আলম বলেন, স্থানীয়দের খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রেম বা পরকীয়া সম্পর্কের জেরে তাকে হত্যা করা হতে পারে।

পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও খবর:

Sponsered content