admin2 ২৩ ডিসেম্বর ২০২১ , ২:৫৭:০০ 522
কুষ্টিয়ায় কুমড়ার বড়ি শুকাতে যেয়ে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর)সকালের দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় বাড়ির তিনতলার ছাদে কুমড়ার বড়ি শুকাতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে সামেলা বেগম (৫৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
মৃত সামেলা বেগম শহরের হরিশংকরপুর এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
জানা গেছে, শীতের মৌসুমে কুমড়ার বড়ি বানান সামেলা বেগম। অতঃপর সেই বড়ি তার নিজের বাড়ীর তিন তলার ছাদে রোদ্রে শুকাতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয় নিহতের পরিবার জানায় বড়ি দেওয়ার সময় খিয়াল করিনি ছাদ পিসলা ছিলো হয়তো খিয়াল না করার কারনে পরে যেয়ে মৃত্যু বরন করেছে এ সামেলার পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পরেন।