সকল সংবাদ

ভেড়ামারা উপজেলার পৌর এলাকাসহ ৬ ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ২ হাজার কম্বল বিতরণ

  admin2 ২৫ ডিসেম্বর ২০২১ , ১২:৫৬:২৫ 435

ভেড়ামারা উপজেলার পৌর এলাকাসহ ৬ ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ২ হাজার কম্বল বিতরণ অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু।

আজ শনিবার সকাল ১১ টার দিকে বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র উদ্দ্যোগে ৩ শতাধিক পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব রফিকুল আলম চুনু,

উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,
বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান রওশন আরা সিদ্দিক,
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন বুলবুল,

বাহিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, ইউপি সদস্য আসাদুজ্জামান কচি ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ ইউপি সদস্যবৃন্দ।
এই কর্মসূচির অংশ হিসেবে অত্র উপজেলায় পৌর এলাকাসহ ৬ ইউনিয়নের শীতার্ত পরিবারের মাঝে প্রতিটি ওয়ার্ডে সর্বমোট ২ হাজার কম্বল বিতরণ চলছে।

আরও খবর:

Sponsered content