সকল সংবাদ

ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যগণের শপথ গ্রহন

  admin2 ৪ জানুয়ারি ২০২২ , ২:৫৭:০২ 451

হৃদয় রায়হান //

ভেড়ামারা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠান।।

আজ সোমবার সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে শপথ নিয়েছেন ভেড়ামারা উপজেলার ৬ ইউনিয়নের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউএনও দীনেশ সরকার সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সমাপনী ভাষণ দেন।
ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রেকসোনা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত আমন্ত্রিত অতিথি হিসেবে বাহাদুরপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা পবন, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রওশন আরা বেগম, চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক এবং জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন,হৃদয় রায়হানসহ পদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট জনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর:

Sponsered content