সকল সংবাদ

ভেড়ামারা ধরমপুরে ফ্রী স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

  admin2 ১৫ জানুয়ারি ২০২২ , ৩:২১:২০ 532

মাসুদ রানা লেবু
ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ মোঃ সাজেদুর রহমানের উদ্যোগে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ে (১৫ জানুয়ারি-২০২২) দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ে
আজ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ফ্রি চিকিৎসা সেবা প্রদান ফাউন্ডেশনের পরিচালক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ সাজেদুর রহমান সাজু (এমডি কার্ডিওলজি), রাজশাহী শাহ্ মখদুম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক নাক,কান,গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ নুর ইসলাম এবং শিশু রোগে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ডাঃ মোঃ শহিদুল ইসলাম।

ভেড়ামারা স্বাস্থ্য সেবা ফাউন্ডেশনের পরিচালক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাজেদুর রহমান সাজু জানান, এলাকার সকলস্তরের জনগণের স্বাস্থ্য সেবার লক্ষ্যে বিশেষজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে দিনব্যাপী প্রায় সহস্রাধিক রোগিকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করেন করা হয়।
এছাড়াও সম্পুর্ণ বিনা মুল্যে ইসিজি, আরবিএস (ডায়াবেটিকস্) পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়।

আগামীতেও এধরণের কর্মসূচি অব্যাহত থাকবে বলে ডাঃ সাজেদুর রহমান সাজু জানান।

আরও খবর:

Sponsered content