admin2 ১৮ জানুয়ারি ২০২২ , ৪:৫১:৪০ 446
আনেয়ার পারভেজ শান্ত
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে মো. নান্নু খান যোগদান করেছেন।
মঙ্গলবার বিকালে তিনি তাঁর দায়িত্ব বুঝে নিয়ে যোগদান করেন।
ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে দীর্ঘদিন দায়িত্বে থাকা জহুরুল ইসলাম কুষ্টিয়া ডিবিতে বদলি হলে তার স্থলে আজ মো. নান্নু খান যোগদান করেন। তিনি এর পূর্বে বগুড়ার শাজাহানপুর থানার
পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার সন্তান। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র ছিলেন। পড়াশোনা শেষ করে ২০১১ সালের জুলাই মাসের ০১তারিখে তিনি পুলিশ বিভাগে যোগদান করেন।
দীর্ঘ ১০ বছর ধরে তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত পুলিশ বিভাগে চাকরি করছেন।
নবাগত পুলিশ পরিদর্শক তদন্ত মো. নান্নু খান বলেন, ভেড়ামারা থেকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ, নির্মূল করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় যা করা প্রয়োজন তাই করার চেষ্টা করবো। সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টে জড়িত অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদকের সাথে কোন আপোষ নেই জানিয়ে তিনি মাদক নির্মূল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।