admin2 ২২ জানুয়ারি ২০২২ , ৩:০৭:০৩ 480
সৈকত আহমেদ ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় দীর্ঘ ৪বছর ধরে বাহাদুরপুর ইউনিয়ন রাইটায় মোঃ সাহেব আলী ও রনি সরকার এর জমি নিয়ে দু’পক্ষের ঝামেলা চলছে।
এটাকেই কেন্দ্র করে আজ ভোর ৫টার সময় মোঃ সাহেব আলী পান বরজে প্রতিপক্ষের লোকজন ১৫ কুড়ি পান ভেঙ্গে নিয়েছে। পান বরজে সাহেব বাঁধা দেওয়ার কারণে তার উপর হামলা করেছে বলে জানিয়েছেন সাহেব।
পড়ে যখন এলাকাবাসী বের হয় তখন প্রতিপক্ষ তাদের উপর বোমা ও ফায়ার করে। এই হামলায় আতঙ্কে এলাকাবাসী।
এলাকার আমিনুল মাস্টার জানানঃ আমরা বাইরে বের হওয়ার সাথে সাথে আমাদের উপর ও আমাদের বাড়ির উপর ইটপাটকেল ও বোমা বিস্ফোরণ করে রনি সরকার এর লোকজন।
ঘটনা স্থলে সকাল ৭টার পর কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্প এর কর্মকর্তা গিয়ে বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করে।
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সোহেল রানা পবন ঘটনা স্থল পরিদর্শন করে এটার সঠিক বিচার পাওয়ার আশ্বাস দেয় সাহেব আলী কে।
এ বিষয়ে রনি সরকার এর সাথে যোগাযোগ করলে রনি সরকার বলেন আমার জমির ওপর পান বরজ আমি পান ভেঙ্গে নিয়েছি।
বোমা হামলার বিষয় রনি সরকার অস্বীকার করে।