admin2 ২২ জানুয়ারি ২০২২ , ৪:১৩:৪৭ 505
হৃদয় রায়হান//
কুষ্টিয়ার ভেড়ামারা জামালপুর বাহাদুরপুর এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারধরের অভিযোগ পাওয়া যায়।
এই সংঘর্ষে ৫ জন আহত হয়। তার মধ্যে তিনজন গুরুতর অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
১ নিজামুদ্দিন (৫৫) পিতা দেলবার প্রমানিক ২ মোবারক হোসেন(৬৫) দেলবার প্রমানিক ৩ জিয়ারুল (৩৬) পিতা আব্দুস সাত্তার,
৪ নাহিদ, আব্দুস সাত্তার সহ এলাকার আমিন নিয়ে তাদের পারিবারিক জমিজমা মাপামাপি কাজ করতেছিল।
আনুমানিক বিকাল ৪:০০ টার সময় হঠাৎ তোজান প্রমানিক পিতা: দেলবার প্রমানিক ও তোজান প্রমানিক এর তিন ছেলে ইউনুস, ইনামুল, ইনসান সহ অজ্ঞাত আরও ৩ জন এসে বিভিন্ন গালাগালি করার
একপর্যায়ে তাদের আগে থেকে নিয়ে আসা হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করে। এতে (১) নিজামুদ্দিন (৫৫), পিতা: দেলবার প্রমানিক (২) মোবারক (৬৫) দেলবার প্রমানিক (৩) জিয়ারুল (৩৬) পিতা : আব্দুস সাত্তার, নাহিদ, আব্দুস সাত্তার আহত হন।
তার মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।