সকল সংবাদ

ভোরের আলো সমাজকল্যাণ ফান্ডেশনের উদ্যেগে- শীতবস্ত্র বিতরণ -২০২২ সিজন-৩

  admin2 ২৬ জানুয়ারি ২০২২ , ১০:১২:৫৮ 545

রাফিউল ইসলাম দৌলতপুর প্রতিনিধি।
দেশ সংবাদ ২৪.কম

ভোরের আলো সমাজকল্যান ফাউন্ডেশনের উদ্যেগে শীতবস্ত্র বিতরন-২০২২ সিজন-৩
আজ ২৬/১/২০২২ রোজঃ বুধবার কল্যানপুর মাধ্যমিক বিদ্যালয়ে শীতবস্ত্র অসহায় ও শীতার্তদের হাতে তুলে দেওয়া হয়।এই অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন (মোঃবকুল শেখ
সভাপতি ভোরের আলো সমাজকল্যান ফাউন্ডেশন)
বিশেষ অথিতি হিসেব ছিলেন (মো শাবনুল হক সবুজ
সহ-সভাপতি ভোরের আলো সমাজকল্যান ফাউন্ডেশন)
(মোঃ রাফিউল ইসলাম নোমান
সাধারণ সম্পাদক ভোরের আলো সমাজকল্যান ফাউন্ডেশন)
(মোঃভাগ্য ইসলাম
পরিচালক ভোরের আলো সমাজকল্যাণ ফাউন্ডেশন)
এবং ভোরের আলো সমাজকল্যান ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবকরা।
২০০+জন শীতার্ত দের মাঝে শীতবস্ত্র দিতে পেরে তারা সকলে আনন্দিত। ভোরের আলো সমাজকল্যাণ ফাউন্ডেশনের সকলে আশা তারা অসহায়দের জন্য ভালো কিছু উপহার দিবে।এবং তারা দিচ্ছে।তাদেরকে সকল সময় ভালো কাজের জন্য ডাকলে তারা ছুটে চলে আসে।সংগঠনের সভাপতি জানান আমরা সবাই নিজ অর্থ দিয়ে অসহায়দের জন্য কাজ করছি এবং এর থেকে বড় কিছু করব তাদের জন্য।আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি।সাধারণ সম্পাদক বলেন আজকে আমরা 200+ শীতার্তদের সহায়তা করতে পেরেছি শীতবস্ত্র দিতে পেরে এজন্য আমি ও আমার সকল স্বেচ্ছাসেবক আনন্দিত।আমি চায় সকল শীতার্তদের মাঝে শীতবস্ত্র পোঁছাতে।আমাদের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।
জয় হোক মানবতার

আরও খবর:

Sponsered content