admin2 ৫ ফেব্রুয়ারি ২০২২ , ২:৩২:৫৮ 524
হৃদয় রায়হান //
কুষ্টিয়ার ভেড়ামারায় শিউলী খাতুন(২৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।
গত শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহত শিউলী ওই গ্রামের সেলিম সর্দারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবাসী সেলিম সর্দারের স্ত্রী শিউলী খাতুন স্বামীর সাথে কথা বলে ঘরে যায়। রাত ৯ টার দিকে শিউলী তার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে পরিবারের সদস্যরা। এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এসময় শিউলীকে নামিয়ে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
এ বিষয়ে ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এসআই) প্রকাশ রায় বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে নিহতর মরদেহটি উদ্ধার করা হয়। প্রবাসী স্বামীর সাথে মোবাইলে কথাবার্তায় মনমালিন্য হলে অভিমানে এমন ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি।
সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, পারিবারিক মনমালিন্যের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি জানা যাবে। অপমৃত্যু মামলা হয়েছে।