admin2 ৮ ফেব্রুয়ারি ২০২২ , ২:০৩:৪৭ 144
মিরপুর প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আয়েশা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশু নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে ওই উপজেলার ফুলবাড়ীয়া গেটপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আয়েশা একই উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট এলাকার আকাশ আলীর মেয়ে।
আয়েশার নানা আব্দুর রশিদ জানান, আয়েশা তার মায়ের সঙ্গে আমাদের বাড়িতে বেড়াতে আসে। সকালে সে রেল লাইনের ধারে খেলা করছিল।
এমন সময় রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেন চলে আসে। ট্রেনের নিচে কাটা পড়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, গেটপাড়া নামক স্থান থেকে ট্রেনে কাটা পড়া একটি মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে একই ট্রেনে ২ কিলোমিটারের মধ্যে দু’জনের মৃত্যু হলো।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |