সকল সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ঠেকিয়ে এক গৃহবধূকে ধর্ষণ

  admin2 ১৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৫৭:১৯ 438

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে এক গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুর থানায় এ ঘটনায মামলা করেছেন ওই গৃহবধূ।

অভিযুক্ত ব্যক্তির নাম আলমগীর হোসেন। তিনি উপজেলার পাকুড়িয়া গ্রামের নাসিম ডাকাতের ছেলে। ৪ দিনেও ধর্ষক আলমগীর আটক হয়নি। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানার পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাদক পাচারকালে বিএসএফের ধাওয়া খেয়ে বাংলাদেশ সীমানায় পালিয়ে আসেন আলমগীর।

এ সময় ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন তিনি। স্বামীর অনুপস্থিতিতে আলমগীর ঘরে ঢুকে গলায় অস্ত্র ঠেকিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যান অভিযুক্ত আলমগীর।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম জাবীদ হাসান বলেন, সকালে থানায় ধর্ষণের একটি মামলা হয়েছে। তবে ঘটনাটি পরকীয়া সংক্রান্ত কি না তা তদন্ত করে দেখা হবে। গৃহবধূকে মেডিকেল টেস্ট করানোর জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আরও খবর:

Sponsered content