admin2 ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ১২:৪৬:৪৮ 392
হৃদয় রায়হান //
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মট পাড়া থেকে সুমন হোসেন (২৫ ) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও এলাকা সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০টার সময় ভেড়ামারা উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের মট পাড়া গ্রামের বাবর আলীর ছেলে সুমন হোসেন (২৫) তার ভাড়া করা বাড়ীতে নিজ কক্ষে একটি প্লাস্টিক ব্যাগের ভেতরে কাগজের বক্সে খাটের নিচে রাখা নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট রাখা অবস্হায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা কার্যালয় “ক” সার্কেল কুষ্টিয়া এর পরিদর্শক বেলাল হোসেনের এর নেতৃত্বে এস আই জিএম হাফিজুর রহমান ও এ এস আই হোসেন আলীর নেতৃত্বে ৫ হাজার পিচ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সুমন হোসেন (২৫)কে গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।এই ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬( ১) সারনির ২৯ (ক) আইনে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৩ তারিখ:১৪ /২ /২২ একটি নিয়মিত রুজু করা হয়।
মাদকদ্রব্য কর্মকর্তা বেলাল হোসেন জানান, মাদক কারবারি সুমন হোসেন দীর্ঘদিন ধরে বাড়িভাড়া করে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। মাদক সেবন ও ব্যবসায়ীদের সঙ্গে কোন আপোস নেই। কুষ্টিয়া জেলাকে মাদকদ্রব্য জিরো ট্রলারেন্সে আনতে এই অভিযান চলমান থাকবে।