admin2 ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ১:২৯:০৮ 438
হৃদয় রায়হান //
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আরিফুল ইসলাম রতনের ঘর আলোকিত করতে একসঙ্গে যমজ ৩ ফুটফুটে নবজাতকের জন্ম হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে এলিজা খাতুনের সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ ৩ শিশুর জন্ম হয়।
নবজাতকদের মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে। প্রসূতিসহ ৩ শিশু সুস্থ রয়েছেন। যমজ ত্রয়ীর আগমনে উক্ত পরিবারে খুশির ঝলক দেখা গেছে। তারা মনে করছেন, আল্লাহ তাদের ঘর আলোকিত করতে উপহার হিসেবে দিয়েছেন।
পুত্রদ্বয়ের নাম রাখা হয়েছে রিহাব, রিশাত, কণ্যা শিশুটির নাম রাইসা। গত ১১ ফেব্রুয়ারি তারা হাসপাতাল থেকে বাড়ি আসে। বাড়ি ফিরলে স্বজনও এলাকাবাসীরা শিশুগুলোকে দেখার জন্য ভিড় করেন। যমজ শিশু তিনটির বাবা আরিফুল ইসলাম রতনের কুচিয়ামোড়া বাজারে কসমেটিকস ব্যবসায়ী।
বাবা আরিফুল ইসলাম রতন বলেন আমার সন্তান দের জন্য সবাই দোয়া করবেন।