সকল সংবাদ

কুষ্টিয়া ড্রাম ট্রাক উল্টে গাড়ীর চালক মহন কুমার নিহত

  admin2 ১৬ ফেব্রুয়ারি ২০২২ , ৩:৩৫:৫৬ 427

দেশ সংবাদ //

কুষ্টিয়ার-ভেড়ামারা সড়কের মিজা নগর এলাকার মীর আব্দুল করিম কলেজের সামনে ড্রাম ট্রাক উল্টে শ্রী মহন কুমার পাল (২৮) নামে গাড়ীর চালক নিহত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে এ ঘটনা ঘটে। সে মিরপুর উপজেলার পশ্চিম রানাঘরিয়া গ্রামে শ্রী উজ্জল পালের ছেলে শ্রী মহন কুমার পাল। নিহত ব্যক্তি পেশায় ছিলেন ড্রাইভার।

স্থানীয় সূত্রে জানা যায় আজ বিকালে দিকে বালির টিপ শেষ করে বাড়ী ফিরছিলেন শ্রী মহন কুমার পাল। অপর দিকে আসা একটি অজ্ঞাত গাড়ীকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় এবং ঘটনাস্থলে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

এ বিষয়ে হাইওয়ে থানার ওসি ইদ্রিস আলী বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আরও খবর:

Sponsered content