সকল সংবাদ

কুষ্টিয়ায় আবারো ড্রামট্রাকের ধাক্কায় একযুবক নিহত

  admin2 ২২ ফেব্রুয়ারি ২০২২ , ১১:২৮:১৩ 448

দেশ সংবাদ২৪.কম//

কুষ্টিয়া-ঝিনাইদহ সককের ভাদালিয়ায় ড্রামট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের আলম মুন্সির ছেলে লিটন মুন্সি বলে জানাগেছে

লিটন মুন্সি দুপুরে দিকে মটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে আসছিলেন। পথিমধ্যে ভাদালিয়া নামক স্থানে পৌছালে বেপরোয়া একটি ড্রাম ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই নিহত হয় দাবি স্থানীয়দের।

তারা জানান, লিটন মুন্সি মটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন এমন সময় একটি বেপরোয়া গামী ড্রামট্রাক তাকে ধাক্কা দিরে তিনি সড়কের পাশে আসড়ে পড়ে নিহত হন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।

এদিকে লিটন মুন্সির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের লোকজন বলছে অবৈধ ড্রামট্রাক আর কত মানুষের প্রাণ নিলে প্রশাসনের টনক নড়বে?

নিহত লিটন মুন্সী কুষ্টিয়ার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন বলে প্রাথমিকভাবে জানাগেছে।

আরও খবর:

Sponsered content