সকল সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে বস্তাবন্দি পুতে রাখা লাশ উদ্ধার করে থানা পুলিশ

  admin2 ২২ ফেব্রুয়ারি ২০২২ , ৩:১৯:০৬ 418

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মুনতাজ সরদারের ছেলে রুহুল সরদারের পাঁচশত বিঘা মাঠের মৃত নজিব তাগাদগিরর ছেলে মাহাতাবের জমিতে বস্তাবন্দি পুতে রাখা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

এ বিষয়ে মাহাতাবের স্ত্রী মনোয়ারা জানান,আমার জমিন চাষের জন্যে মাঠে যায়।

গিয়ে দেখি জমিনের পশ্চিম পাশে কবরের মত খুড়া। পরে মেম্বার ও ইছাহকের ছেলে সোহেল কে জানায়।

এ বিষয়ে ৬ নং ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম আন্ট জানান, জমির মিলিকের স্ত্রীর দেওয়া তথ্যমতে মঙ্গলবার বিকাল ৪ টার সময় এলাকাবাসী ও থানাপুলিশের উপস্থিতে মাটি খুড়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। তাহার হাত ও পা দড়ি দিয়ে বাধা ছিলো।

এ বিষয়ে রুহুলের মা জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমার ছেলেকে জবাই করে হত্যা করেছে।

রুহুলের স্ত্রী জানান, আমার স্বামীকে ৪ জন ব্যক্তি ২০ তারিখ রাতে ডেকে নিয়ে যায় । তার পরে আমি আমার স্বামীর নাম্বার বন্ধ পাই।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, এলাকাবাসী সংবাদের ভিত্তিতে ফিলিপনগর পাঁচশত বিঘা মাঠের মৃত নজিব তাগাদগিরর ছেলে মাহাতাবের জমিতে বস্তাবন্দি পুতে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী লাশের পরিচয় নিশ্চিত করেছে। সে চরসাদিপুর গ্রামের মুনতাজ সরদারের ছেলে রুহুল। তাহার গলা কাটা ছিল। তদন্ত করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর:

Sponsered content