admin2 ২৩ ফেব্রুয়ারি ২০২২ , ১:০৭:২০ 133
মিরপুর প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাফি মালিথাকে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় মিরপুর ফুটবল মাঠে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময়ে রাষ্ট্র পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হারুন অর রশিদ তার কফিনে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাযা শেষে সুলতানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময়ে পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, সাবেক ডেপুটি কমান্ডার এনামুল হক বিশ্বাস,
জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার ও পরিবারের সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল বার্ধ্যকজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |