admin2 ২৭ ফেব্রুয়ারি ২০২২ , ৫:০৪:০২ 508
দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে (কুষ্টিয়া) ৯৯৯ এর ফোন কলের মাধ্যমে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক-১ জন
অদ্য ২৭/০২/২০২২ তারিখে ৯৯৯ থেকে দৌলতপুর থানায় একটি ফোন আসে। সেই ফোনের ম্যাসেজটা ছিল দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি এলাকা থেকে ভ্যানের উপর কাঠের ফার্নিচারের ভিতরে ফেন্সিডিল নিয়ে পাচার করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার ইনচার্জ দৌলতপুর থানাকে মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করিলে তিনি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। অফিসার ইনচার্জ দৌলতপুর থানার নির্দেশ মোতাবেক এসআই/মোঃ মিরাজুল ইসলাম, দৌলতপুর থানা, কুষ্টিয়া সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং-২৭/০২/২০২২ খ্রিঃ সকাল-১২.৪৫ ঘটিকার সময় দৌলতপুর থানাধীন দাড়েরপাড়া গোড়েরপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ শরিফুল ইসলাম(৪০) এর ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর চেক পোস্ট ডিউটি করেন। চেক পোষ্ট ডিউটি করার এক পর্যায়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পাওয়া তথ্যের অনুরুপ একটি পাখি ভ্যান তাদের চেক পোস্টে আসলে উক্ত ভ্যানটি পুলিশি কায়দায় থামানো সংকেত দিলে ভ্যানটি থামিয়ে সাক্ষীদের সম্মুখে উক্ত ভ্যানটি তল্লাশী কালে দেখা যায় ভ্যানের উপর কাঠের ফার্নিচারের খাটের মাথার দিকের ডিজাইন করা অংশে ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক ইং-২৭/০২/২০২২ তারিখ দুপুর-১৩.১০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন, জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করেন ও এসআই/মোঃ মিরাজুল ইসলামও স্বাক্ষর করেন। গ্রেফতারকৃত আসামী-মোঃ আমিরুল ইসলাম (৩৭), পিতা-মৃত পাচু শেখ, সাং-পাকুড়িয়া মন্ডলপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। পলাতক আসামী-মোঃ রশিদুল মিস্ত্রী (২৫), পিতা-মৃত শহিদুল শাহ, সাং-পাকুড়িয়া সাজিপাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। এ সংক্রান্তে দৌলতপুর থানার মামলা নং-৪০, তাং-২৭/০২/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(গ)/৪১।