admin2 ৬ মার্চ ২০২২ , ৪:১৫:৫১ 372
দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে লিটন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
শনিবার (০৫ মার্চ) রাতে প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া সীমান্তবর্তী এলাকায় এ গুলির ঘটনা ঘটে।
নিহত লিটন উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মাঠপাড়া গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
প্রাগপুর (ইউপি) চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, লিটন ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া এলাকার সীমান্ত দিয়ে রাতে বাড়ি ফিরছিলেন। এমন সময় বিএসএফ তাকে গুলি করে হত্যার পর তার মরদেহ নিয়ে যায়।
দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের নামে থানায় কোনো মামলা নেই। গুলিবিদ্ধ মরদেহটি ভারতের নদীয়া জেলার হোগলবাড়ীয়া থানায় রয়েছে।
খবরটি মুঠোফোনে জানিয়েছেন হোগলবাড়ীয়া থানার ওসি নিজেই। তবে কেনো তাকে গুলি করে হত্যা করা হয়েছে এর কারণ এখনও জানতে পারিনি পুলিশ।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |