admin2 ৭ মার্চ ২০২২ , ১১:২৬:৪১ 177
হদয় রায়হান
ভেড়ামারার পরানখালী গাছিয়া দৌলতপুরে বিয়ের আগেই নবম শ্রেণীর ছাত্রীর বাচ্চা প্রসব করেছে।
এলাকাবাসী ও গোপনসূত্রে জানাযায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের গাছিয়া দৌলতপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে মাসের পর মাস স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে একই এলাকার আমিরুল ইসলামের মেজো ছেলে ওয়ার্কশপ মিস্ত্রি লম্পট জুয়েল। একপর্যায়ে প্রবাসীর মেয়ে ও স্কুলছাত্রীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
গতকাল রাতে অন্তঃসও্বা স্কুলছাত্রী হাসপাতালে বাচ্চাটির জন্মদেয়। তীব্র সমালোচনা ও এলাকাবাসীর তোপের মুখে লম্পট জুয়েল ও তার পরিবার এখন বিষয়টি ম্যানেজ করার জন্য দৌড় ঝাপ শুরু করেছে।
অপরদিকে এলাকাবাসী ধর্ষক জুয়েলের কঠিন বিচার দাবি করেছেন।