admin2 ৮ মার্চ ২০২২ , ২:৪৯:১৪ 427
কুষ্টিয়া প্রতিনিধি
সাত বছরের শিশু সুরাইয়া আক্তারকে হত্যার অভিযোগে বিক্ষোভ মিছিলে মাইক্রোফোন হাতে স্লোগান দেন তাঁর মা ইমা খাতুন।
তখন দুপুর ১২টা তপ্ত রোদে দাঁড়িয়ে এক নারী মাইক্রোফোন হাতে চিৎকার করে স্লোগান দিচ্ছেন, ‘ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই, মেয়ে হত্যাকারীদের ফাঁসি চাই। সুরাইয়া হত্যার বিচার চাই। ধর্ষকের ফাঁসি চাই।’ স্লোগানের সঙ্গে সুর মেলাচ্ছেন উপস্থিত শ খানেক নারী–পুরুষ। স্লোগান দেওয়া নারীর নাম ইমা খাতুন। তিনি সুরাইয়ার মা।
কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার ৭ বছর বয়সী স্কুল ছাত্রী সুরাইয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া পূর্ব মিলপাড়া এলাকা থেকে মিছিল শুরু হয়ে থানা ট্রাফিক মোড়ে মানববন্ধন শেষ হয়।
এসময় মামলার আসামী মিলপাড়া এলাকার মৃত রেজন ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), দুলুর ছেলে ইনছান (৪৩) ও গোলাম মোস্তফার ছেলে সুমন (৫০) এর ফাঁসির দাবি করে বিক্ষোভ করেন মানববন্ধনে অংশ গ্রহনকারীরা।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম বলেন, হত্যা মামলাটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কয়েকটি ক্লু পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগির আসামীদের গ্রেফতার করা হবে।